রাজধানীর পল্লবীতে আলী আকবর হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা-পুলিশ।
গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সাভারের শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মোহন মিয়া (৬৫), রানা (২২), ফয়সাল (১৯) ও পিয়ারা বেগম (৫৫)।
পল্লবী থানা-পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে পারিবারিক দ্বন্দ্বের জেরে পল্লবীর বাউনিয়াবাঁধ মনিপুরিপাড়া এলাকায় আকবরকে ছুরিকাঘাত করেন আসামি মোহন, রানা, ফয়সাল, পিয়ারা ও তাঁদের সহযোগীরা। আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আকবরের বোন পল্লবী থানায় হত্যা মামলা করেন।
তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সাভারের শাহীবাগ এলাকা থেকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।