সুনামগঞ্জের ছাতক থানা-পুলিশের অভিযানে ১২ বোতল মদ ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ছাতক থানাধীন উত্তর হাদাচানপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি রাজীব আবু জাফরের (৪০) বাড়ি দোয়ারাবাজার থানাধীন লাস্তবেরগাঁও গ্রামে।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।