অবৈধ জাল আগুনে পোড়ানো হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

ফরিদপুরের কোতোয়ালি নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) নৌ পুলিশ জানায়, কোতোয়ালি নৌ পুলিশের আওতাধীন নদী থেকে এসব জাল ও মাছ জব্দ করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ৪৫ লাখ টাকা এবং মাছের দাম ১৪ হাজার টাকা।

পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।