সিএনজিচালিত অটোরিকশার চালক মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা ও জরিমানা করতে পুলিশকে দেওয়া আদেশ বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিআরটিএ ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) এ তথ্য জানিয়েছে। পরে ডিএমপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
বিআরটিএর চিঠিতে বলা হয়েছে, ফোর স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা করার নির্দেশনা সংক্রান্ত আদেশটি বাতিল করা হলো।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ফোর স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার বিষয়ে বিআরটিএ থেকে জারি করা নির্দেশনা রোববার বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানানো হলো।