গাজীপুরে অটোরিকশাচালক ফালান (২৭) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) পিবিআই গাজীপুর জানায়, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের কোনাবাড়ী থেকে আসামি মো. সাগর (২২) ও মো. শাহিন (২০), বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মাওনা থেকে মো. শুক্কুর আলী (৪৪) এবং শ্রীপুর থেকে মো. আরিফ হোসেনকে (১৮) গ্রেপ্তার করা হয়।
পিবিআই গাজীপুর জানায়, গত ৯ ফেব্রুয়ারি রাতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন ফালান। গত ১১ ফেব্রুয়ারি শ্রীপুরের দক্ষিণ বারতোপা গ্রামের জোড়াদিঘী এলাকার গজারি বন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ১২ ফেব্রুয়ারি শ্রীপুর থানায় মামলা করেন তাঁর স্ত্রী। তদন্তের এক পর্যায়ে চার আসামিকে গ্রেপ্তার এবং ফালানের ফোন ও অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, গত ৯ ফেব্রুয়ারি রাতে ফালানের রিকশায় চড়েন সাগর, শাহিন, আরিফ ও নাইম। এক পর্যায়ে ফালানকে শ্বাসরোধে হত্যা করে লাশ গজারি বনে ফেলে দেন এবং তাঁর ফোন ও রিকশার ব্যাটারি নিয়ে পালিয়ে যান। পরে এসব ব্যাটারি শুক্কুর আলীর কাছে ২৮ হাজার টাকায় বিক্রি করেন।
পিবিআই গাজীপুর জানায়, গ্রেপ্তার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক আসামি নাইমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।