পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে (২৪) গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা-পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বাড্ডা থানা-পুলিশ জানায়, গত ১৯ জুলাই বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের প্রগতি সরণিতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী ইসমোত জাহান ইলোরা গত ২৮ জুলাই বাড্ডা থানায় মামলা করেন। অপূর্ব এই মামলার তদন্তে পাওয়া তথ্যের সন্দেহভাজন আসামি।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।