খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) পরিচালিত অপারেশন ডেভিল হান্ট অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন খুলনার রূপসা থানা এলাকার সবুজ হালদার (২৯) এবং সোনাডাঙ্গা থানা এলাকার শেখ মাহামুদুল হক (৫৫)।

কেএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।