নোয়াখালী জেলা পুলিশ ও যৌথবাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সুধারাম থানা আওয়ামী লীগের সদস্য মো. জাকের হোসেন ও ছাত্রলীগের সদস্য আব্দুর রহিম; হাতিয়া থানা আওয়ামী লীগের সদস্য মো. সোহেল ও হাতিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিরব উদ্দিন কবির; বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ; কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সালাউদ্দিন নয়ন; সেনবাগ উপজেলা যুবলীগের সদস্য ইমাম হোসেন ও অর্জুনতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সামসুল আলম সবুজ এবং চাটখিলের পাঁচগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম রতন।
জেলা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।