সুনামগঞ্জ জেলা পুলিশ ও যৌথবাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্ট অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ (২৩), ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সদস্য শরীফ আহমদ মামুন (৩৩), দোয়ারাবাজারের বালিজুরী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম অনিক (৪০), জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিটন পাল (৩১) এবং সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য আল মেরাজ পাপ্পু (২৭)।
জেলা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।