সুনামগঞ্জ জেলা পুলিশ ও যৌথবাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্ট অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন তাহিরপুরের বালিজুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান রনি (২০), মধ্যনগর থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের আক্কল চন্দ্র সরকার (৩৮), বিশ্বম্ভরপুর থানাধীন আক্তারপাড়া গ্রামের আব্দুল আলিম (২৩), সুনামগঞ্জ সদর থানাধীন গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতিন্দ্র কুমার রায় (৬০) এবং ছাতকের আওয়ামী লীগ নেতা মো. ইয়াহিয়া (৩৭)।
জেলা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।