ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানার অভিযানে কুখ্যাত মাদক কারবারি মো. আব্বাস মিয়াসহ (৪২) তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা।
গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন আলকাতরা ফ্যাক্টরি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামি আব্বাসের বিরুদ্ধে ৩৫টি মাদক মামলা আছে। অপর আসামি মোসা. তারা বানু (৩৪) ও মো. সেলিমের (৪৩) বিরুদ্ধে একটি করে মাদক মামলা আছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।