পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বিভিন্ন অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের বিভিন্ন থানার সহায়তায় এই অভিযান চালানো হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য দীপু রঞ্জন দাস (৪৪), বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মিয়া (৪০), সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনিক রঞ্জন দেব (৩০), জগন্নাথপুর পৌর যুবলীগের সাবেক সদস্য আব্দুল মতিন (৪৫), সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহসম্পাদক বকুল চন্দ্র দাস (৩৫), সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন (২৫) এবং ছাতকের দুলার বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সউদ মিয়া (৪৬)।

জেলা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এই অভিযান অব্যাহত থাকবে।