পিরোজপুর জেলা পুলিশের পৃথক অভিযানে ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০টি ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন পিরোজপুর সদর থানা এলাকার মোসা. গুলবানু (৫৫), মো. রাজিব খান (৩৫), মো. রবিউল ইসলাম (২২), মোসা. নাজমা আক্তার (২৫) ও মো. আলমগীর মোল্লা (৪৪)।
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুর সদর থানাধীন শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকা থেকে ৫ কেজি গাঁজা, ৩০০টি ইয়াবাসহ গুলবানু, রাজিব ও রবিউলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, সদর থানাধীন শিকদার মল্লিক এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ নাজমাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পৌরসভার মুক্তারকাঠি এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।