রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামি মো. শাহাদাৎ ফরাজী সাকিবকে (৩৫) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।
গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, গত ১৫ জানুয়ারি দুপুরে পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষ হয়। এ ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ গত ১৭ জানুয়ারি মতিঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েক শ জনের বিরুদ্ধে মামলা করে। গ্রেপ্তার সাকিব ওই মামলার ৬ নম্বর আসামি।
এর আগে গত ১৫ জানুয়ারি আসামি আরিফ আল খবির (৩৮) ও মো. আব্বাসকে (২৪) গ্রেপ্তার করে মতিঝিল থানা-পুলিশ। গত ২৯ জানুয়ারি আরেক আসামি মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি। এ নিয়ে এই মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। সবশেষ গ্রেপ্তার আসামি সাকিবকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।