তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ (বালক ও বালিকা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-এর পক্ষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সিরাজুল ইসলাম পিপিএম।
বালকদের কাবাডি খেলায় রাঙামাটি জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম জেলা এবং বালিকাদের কাবাডি খেলায় খাগড়াছড়ি জেলাকে পরাজিত করে রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় চট্টগ্রাম জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে প্রতিযোগিতাটি আয়োজন করে।