পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও যৌথবাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনা নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার সাইফুল ইসলাম (৩০), আব্দুল্লাহ (২৭), মো. সোহেল (৩৪), মো. আসাদ চৌধুরী (৩৮), মো. শামীম মল্লিক (৩৭) এবং পাইকগাছা থানা এলাকার আছাবুর রহমান (২৫); সাতক্ষীরার আশাশুনি এলাকার সোহাগ (২৭) এবং তালা এলাকার মো. ইমরান সানা (১৯); বাগেরহাট সদর থানা এলাকার মোতাহার (৪০), আরাফাত (২৮), টুটুল হাওলাদার (৩২) এবং মোড়েলগঞ্জ থানা এলাকার আমির হামজা (২১); মাদারীপুর সদর থানা এলাকার রমজান ফকির (১৯)।

কেএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।