পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

সাভারের আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আশুলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সিরাজগঞ্জ সদর থানা এলাকার রানা মিয়া (৩২) এবং আশুলিয়া থানা এলাকার মো. মশিউর রহমান (৩৮), বিজয় গোপাল সাহা (৬৫), আমিনুল ইসলাম সুমন (৩১) ও মো. রাজা মোল্লা।

আশুলিয়া থানা-পুলিশ জানায়, আসামি রানার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। অপর আসামিদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।