চট্টগ্রামের লোহাগাড়া থানা-পুলিশের অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে লোহাগাড়া থানাধীন আধুনগর গর্জনিয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আসামি মো. রিপনকে (৩০) গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি কার্তুজ জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।