রাজশাহী নগরীতে অপারেশন ডেভিল হান্টে তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ ছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আরএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সুমন, মো. হাফিজুর রহমান সাগর (৪৫) ও মো. আতিকুর রহমান (২৪)।
সুমন রাজশাহী মহানগর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, হাফিজুর কাশিয়াডাঙ্গা থানা যুব মৈত্রীর সাবেক আহ্বায়ক এবং আতিকুর ছাত্রলীগ কর্মী।
আরএমপি জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে অপারেশন ডেভিল হান্টে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক মামলায় চারজন, পরোয়ানাভুক্ত ছয়জন এবং অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।