খুলনা নগরে অপারেশন ডেভিল হান্টের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে খুলনা নগরে সন্ত্রাসী, কিশোর গ্যাং, চোরাকারবারি, মাদক কারবারি, খুনি ও কুখ্যাত আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় সোমবার (১০ ফেব্রুয়ারি) খুলনা ও সোনাডাঙ্গা থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

কেএমপি জানায়, চলমান অভিযানের মাধ্যমে খুলনা নগরীকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাংমুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে।