খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানার অভিযানে ১১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সোনাডাঙ্গা থানাধীন ইসলামিয়া কলেজের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন গোপালগঞ্জ সদর থানা এলাকার মেহেদী হাসান (৩৯) এবং সোনাডাঙ্গা থানা এলাকার মামুন হাওলাদার (২৮)।
সোনাডাঙ্গা থানা-পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।