জব্দ করা অস্ত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়া থানা-পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, ১২টি ককটেল, ৯টি গুলি, দুটি ডেগার ও তিনটি কিরিচ।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে হাতিয়া থানাধীন চরকিং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাউসার মিয়ার ইটভাটার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন হাতিয়া থানা এলাকার মো. নবীর উদ্দিন (৫০) ও মো. ইমাম হোসেন (৫০)। তবে তাঁদের অপর সহযোগীরা পালিয়ে গেছেন।

হাতিয়া থানা-পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ও নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে যৌথবাহিনী কাউসার মিয়ার ইটভাটার সামনে পৌঁছালে সন্ত্রাসীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে ককটেল ছুড়তে থাকেন। এ সময় আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে যৌথবাহিনী। পরে ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে হাতিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।