জাল দলিল সৃজন চক্রের একজনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। জব্দ করা হয়েছে বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প, জাল দলিল ও খসড়া কাগজ।
গত রোববার (৯ ফেব্রুয়ারি) ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন চর ইশ্বরদিয়া এলাকার নিজ বাড়ি থেকে আসামি আলমগীর হোসেনকে (৩১) গ্রেপ্তার করা হয়।
ডিবি ময়মনসিংহ জানায়, আসামি ও চক্রের অন্য সদস্যরা দীর্ঘদিন ধরে জাল দলিল বানিয়ে আসছেন। তাঁরা দলিলের ভেতরে নতুন করে খতিয়ান, দাগ ও নাম পরিবর্তন করে থাকেন। বিবাদ রয়েছে এমন জমিতে যিনি জমির মালিক নন, তাঁকে জমির মালিক বানিয়ে দিতেন। এ ছাড়া নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করাসহ যিনি জমি প্রাপ্য নন, তাঁদের নাম সংযুক্ত করে তাঁদের সেই জমিতে অংশীদার বানিয়ে দিতেন। জমির প্রকৃত মালিকদের নাম বিলুপ্ত করাসহ জমির পরিমাণ কমিয়ে অন্যদের নতুন করে নামজারি করে তাঁদের জমির অংশীদার করে দিতেন।
আসামির কাছ থেকে আটটি জাল দলিল, ভূমি সংশ্লিষ্ট অফিসের ২০ ধরনের কর্মকর্তার ৬২টি সিল, বিভিন্ন ধরনের ৩৬টি খোলা রাবার সিল, খোলা রাবার সীলের ১৪টি প্লাস্টিক হোল্ডার, তিনটি প্যাড, জাল স্ট্যাম্প ও জাল দলিল তৈরিতে ব্যবহৃত কাগজ জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।