সিলেট রেঞ্জ পুলিশ চ্যাম্পিয়নশিপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট রেঞ্জ পুলিশ চ্যাম্পিয়নশিপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনস মাঠে সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছয় দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার দব ক্রিকেটদলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
এরপর তিনি সিলেট রেঞ্জের অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে পরিচিত হন এবং টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সিলেট রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যগণ।

এই টুর্নামেন্টে সিলেট রেঞ্জের পাঁচটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সুনামগঞ্জ জেলা পুলিশ টিম এবং হবিগঞ্জ জেলা পুলিশ টিম।