প্রাইভেট কারের কাগজপত্র যাচাই করছেন এক পুলিশ সদস্য। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৬৭০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ট্রাফিক বিভাগ এসব মামলা করে।

অভিযানকালে ১৬৭টি গাড়ি ডাম্পিং এবং ৪২টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।