নারী পুলিশ সদস্যের কোলে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে জন্ম নেওয়া নবজাতক। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় এক শিশুর জন্ম হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মেয়ে শিশুটির জন্ম হয়।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে করে রুমা আক্তার (২২) নামের এক অন্তঃসত্ত্বা নারী বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসেন। হঠাৎ তাঁর প্রসব বেদনা শুরু হয়। তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মে ওই নারীর সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছে। তাদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।