পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ১২০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেগমগঞ্জ থানাধীন একলাশপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন বেগমগঞ্জ থানা এলাকার মো. রাসেল (২৩) এবং সুধারাম থানা এলাকার মো. সোহাগ (২৫)।

ডিবি নোয়াখালীর উপপরিদর্শক (এসআই) শ্রী রাম চন্দ্র ভট্টাচার্য্য জানান, আসামি রাসেলের কাছ থেকে ৪০টি এবং সোহাগের কাছ থেকে ৮০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা করা হয়েছে।