পুলিশি হেফাজতে আসামিরা এবং উদ্ধার করা অটোরিকশা। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রামের চন্দনাইশ থানা-পুলিশের অভিযানে একটি চোরাই অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদণ্ডী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন পটিয়া থানা এলাকার সুজন সর্দার (৩৭) ও মো. ফারুক হোসেন (৩৬)।

চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর আমজাদ হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।