চট্টগ্রামের বাঁশখালী থানা-পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বাঁশখালী থানাধীন শীলকূপ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মোহাম্মদ আব্দুর রহিম ওরফে রহিম মেম্বারের বাড়ি বাঁশখালী থানাধীন শীলকূপ এলাকায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, একটি মামলায় আসামির ১ বছরের সাজা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।