পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি প্রাইভেট কার, পাঁচটি ফোন এবং ৮৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ও শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন বরগুনার পাথরঘাটা এলাকার মো. শাহাদত হোসেন (৪৬) ও আব্দুস সালাম (৪৫), শেরপুর সদর এলাকার মো. শিখন আলী (২০) এবং ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মো. আবু তাহের (৩৫)।

ডিবি ময়মনসিংহ জানায়, গত ২৬ ডিসেম্বর প্রথম আলো পত্রিকার আঞ্চলিক ব্যবস্থাপককে (সার্কুলেশন) দিঘারকান্দা বাইপাস থেকে অপহরণ করেন আসামিরা। ভুক্তভোগীর টাকা ও ফোন ছিনতাইয়ের পাশাপাশি পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা মুক্তিপণ আদায় করেন আসামিরা। এরপর তাঁকে ত্রিশাল থানাধীন চেলেরঘাট এলাকায় আহত অবস্থায় ফেলে ঢাকার দিকে চলে যান।

অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এক পর্যায়ে গাজীপুরের শ্রীপুর ও মাওনা এবং ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা-গফরগাঁও সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, চক্রের হোতা শাহাদত প্রায় ৮ বছর আগে মাওনা বাসস্ট্যান্ডে প্রাইভেট কারচালক থাকা অবস্থায় এই অপরাধে যুক্ত হন। বিভিন্ন সময় ৫০টিরও বেশি অপহরণ ও মুক্তিপণ আদায় করেছেন তিনি। এমনকি তিন দফায় প্রায় দুই বছর কারাভোগ করেছেন। সর্বশেষ কাশিমপুর কারাগারে আটক থাকাকালে তাহেরের সাথে তাঁর পরিচয় হয়। মাস দুয়েক আগে জেল থেকে মুক্তি পেয়ে আবারও পুরনো পেশায় ফিরে যান তাঁরা। শাহাদতের বড় ভাই সালাম ও তাঁর আত্মীয় শিখন এই কাজে তাঁদের সহযোগিতা করতেন।

আসামিদের ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্ট পর্যালোচনায় দেখা গেছে, তাঁরা গত দুই মাসে প্রায় ১০ লাখ টাকা লেনদেন করেছেন। চক্রটির আরও ছয়জন সক্রিয় সদস্যের সন্ধান পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।