পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানার অভিযানে ৯ হাজার ইয়াবা বড়ি এবং ১ হাজার টাকার চারটি জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সোনাডাঙ্গা থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জব্দ করা ইয়াবা, জাল নোট ও ভুয়া এনআইডি। ছবি : বাংলাদেশ পুলিশ

আসামিরা হলেন কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তৌহিদুল করিম (২৫) এবং যশোরের কেশবপুর থানা এলাকার ইমরান খান (৩১)।

সোনাডাঙ্গা থানা-পুলিশ জানায়, কক্সবাজার থেকে খুলনায় আসা একটি বাস থেকে ইয়াবা ও জাল নোটসহ তৌহিদুল ও ইমরানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে তৌহিদুল মিয়ানমারের নাগরিক। তাঁর কাছ থেকে একটি ভুয়া বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।