চট্টগ্রামের লোহাগাড়া থানা-পুলিশের অভিযানে ১ হাজার ইয়াবা বড়ি ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি নুরুল আজিমের (৩৭) বাড়ি কক্সবাজার সদর থানা এলাকায়।

লোহাগাড়া থানা-পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।