চট্টগ্রামের পটিয়ায় এক নিখোঁজ কিশোরীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ওই কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছ সোপর্দ করা হয়।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার জানান, ওই কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৯ ডিসেম্বর পটিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
তিনি জানান, তদন্তের এক পর্যায়ে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।