উদ্ধার দুই শিশু। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার দুই ঘণ্টার মধ্যে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) দারুস সালাম থানা এলাকা থেকে শিশু দুটিকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেয় পুলিশ।

শেরেবাংলা নগর থানা-পুলিশ জানায়, তাইবুল ইসলাম পেশায় রিকশাচালক। তাঁর স্ত্রী অন্যের বাসায় কাজ করেন। তাঁদের দুটি সন্তান মো. আলিফ হোসাইন (৫) ও মো. হুসাইন (৩)। প্রতিদিনের মতো সকাল ৭টায় তাইবুলের স্ত্রী কাজে চলে যান। দুই সন্তানকে রেখে সকাল ১০টায় তাইবুল রিকশা নিয়ে বের হন। দুপুর ২টার দিকে তাইবুল বাসায় ফিরে দেখেন তাঁর দুই সন্তান নেই। অনেক খোঁজাখুজির পর শিশু দুটিকে না পেয়ে তাইবুল শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার দুই ঘণ্টার মধ্যে শিশু দুটিকে দারুস সালাম থানা এলাকা থেকে উদ্ধার করে তাদের বাবা তাইবুলের কাছে বুঝিয়ে দেওয়া হয়। শিশু দুটিকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান তাইবুল।