
সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম।
সভার শুরুতে আগের কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরপর পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য শোনেন এবং সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সব থানার ওসি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সব থানার ওসিগণ এতে অংশ নেন।