চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গোলাগুলির ঘটনায় জড়িত একজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন খুলশী সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি আবু সাদাত মো. সায়েমের (৪৩) বাড়ি পটিয়া থানাধীন মনসা গ্রামে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, গত ৪ আগস্ট সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরীর নির্দেশে পটিয়ার আরকান সড়ক ও ছন্দা সিনেমা হল সংলগ্ন সড়কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসার অনেক ছাত্র গুলিবিদ্ধ হন। এ ঘটনায় মামলা করা হয়।

ওসি জানান, তদন্তকালে চট্টগ্রাম নগরীর খুলশী থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়া থানাধীন কুসুমপুরা ইউনিয়নের একটি বাড়ি থেকে একটি এলজি জব্দ করা হয়। এ ঘটনায় পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।