খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার অভিযানে ১৪৫ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে লবণচরা থানাধীন ঠিকরাবন্দ মোড়ের খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিপরীত পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. আবু দাউদ মোড়লের (৩৩) বাড়ি সাতক্ষীরা সদর থানাধীন যোগরাজপুর পশ্চিমপাড়া এলাকায়।
লবণচরা থানা-পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।