পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) লবণচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সাতক্ষীরার কলারোয়া থানা এলাকার আল-আমিন (৩৭) এবং দেবহাটা থানা এলাকার আশরাফ আলী (৫১)।

লবণচরা থানা-পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।