পুলিশি হেফাজতে আসামি এবং আগ্নেয়াস্ত্র ও গুলি। ছবি : বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান ওরফে হান্নানকে (৬৩) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ। তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে একটি রিভলবার, একটি শটগান, ৯৫টি গুলি ও ৮০টি কার্তুজ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডির ২৮ নম্বর সড়কের একটি বাসা থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। তিনি চারটি মামলার এজাহারভুক্ত আসামি।

ডিবি জানায়, গোপন সংবাদর ভিত্তিতে অভিযান চালিয়ে ধানমন্ডির ওই বাসা থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলামোটর এলাকার প্লেনার্স টাওয়ার থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ডিবি আরও জানায়, সিংগাইর থানায় হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতার চারটি মামলা ছিল হান্নানের নামে। তাঁর কাছে থাকা এনপিবি রিভলবারের লাইসেন্সে ৯৭টি গুলির অনুমোদন থাকলেও ডিবির কাছে ৯৫টি গুলি উপস্থাপন করেন। অবশিষ্ট গুলির বিষয়ে ব্যাখ্যা দিতে পারেননি তিনি।