চুরি যাওয়া ৭১টি ব্যাটারিসহ চোর চক্রের একজনকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানা-পুলিশ। জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান।
গত সোমবার (৩ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মোহাম্মদ লোকমান হোসেন ওরফে সাগরের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।
অষ্টগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির জানান, গত ৩১ জানুয়ারি রাতে অষ্টগ্রাম থানাধীন পরাশরপাড়া এলাকার একটি দোকান থেকে ১৪০টি ব্যাটারি চুরি যায়। এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি মামলা করা হয়। তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার এবং ৭১টি ব্যাটারি উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাজিতপুর থানাধীন পাটুলিঘাট থেকে চুরিতে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।