পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা-পুলিশের অভিযানে ১২৫ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে খালিশপুর থানাধীন গোয়ালখালী মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন খালিশপুর থানা এলাকার ইয়াছিন গাজী (২১), রুমান সরদার (২৫), মো. আবু হানিফ (২৫) ও শামীম (২৭)।

খালিশপুর থানা-পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।