রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. নুরুল আলমের (৪০) বাড়ি কক্সবাজারের উখিয়া থানা এলাকায়।
ডিবি রাজবাড়ীর উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, আসামির বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।