ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার অভিযানে কুখ্যাত ছিনতাইকারী শুভকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে মতিঝিল থানাধীন শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুভর বিরুদ্ধে মাদক, ছিনতাই, দস্যুতাসহ সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মতিঝিল থানা-পুলিশ জানায়, শুভ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।