রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের আটজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদাবর থানা-পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. জিহাদ সরদার (২২), রবিউল (২০), মো. স্বপন (২২), মো. কাঞ্চন (৪২), মো. নাজমুল হোসেন (২২), মো. মাসুদ রানা (২৪), মো. ফয়সাল (২০) ও মো. ইউসুফ আলী (১৮)।
আদাবর থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে অবৈধ মাদক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ একাধিক মামলা আছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।