পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর আদাবর বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে সুমন শেখ নামের এক যুবকের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আলমগীর (২৬), শাহজাহান (৩৩), তরিকুল ইসলাম (১৯) ও মো. রাহাত হোসেন (১৮)।

ডিবি মিরপুর বিভাগ জানায়, গত ৩০ জানুযারি দুপুরে আদাবর ১০ নম্বর বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে সুমনের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। তদন্তের এক পর্যায়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।