পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকার নবাবগঞ্জে সাংবাদিক নাজমুল হোসেনকে নৃশংসভাবে কোপানোর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা-পুলিশ।

তাঁরা হলেন নবাবগঞ্জ থানা এলাকার চপল সিকদার (২৫), মাইজা কাকা ওরফে ইখতিয়ার ওরফে আক্তার (২৯) এবং সোলায়মান ওরফে শুভ ওরফে বুলু (৩০)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানান, মাস ছয়েক আগে আসামি চপলের সঙ্গে ভুক্তভোগী নাজমুলের হাতাহাতি হয়। মীমাংসার পরেও চপলের ক্ষোভ রয়ে যায়। সম্প্রতি ইউসুফ নামের এক ব্যক্তি এলাকার বিভিন্ন লোকজনের ফসলি জমির মাটি কেটে ফেলেন। এ ঘটনার সংবাদ প্রকাশ করায় নাজমুলের প্রতি ক্ষুব্ধ হন তিনি।

এই পুলিশ কর্মকর্তা জানান, গত ২৫ জানুয়ারি রাতে দোহার থানাধীন জয়পাড়া থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি নবাবগঞ্জ থানাধীন খানেপুরের উদ্দেশে রওনা দেন নাজমুল। নবাবগঞ্জ থানাধীন চক খানেপুরের ডাকাতবাড়ি ব্রিজে পৌঁছামাত্র নাজমুলকে কুপিয়ে আহত করেন আসামি চপল, ইখতিয়ার, বুলু, বিপ্লব ও ইউসুফ। পরে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা করা হয়। তদন্তের এক পর্যায়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।