উদ্ধার ব্যক্তি। ছবি : বাংলাদেশ পুলিশ

স্ট্রোক করে ঘরে পড়ে থাকা এক বৃদ্ধকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা-পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান এলাকার সিদ্দিকবাজার হাড়ভাঙ্গা মোড় থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাঁদের এক বয়োজ্যেষ্ঠ অসুস্থ প্রতিবেশী বাসায় একা থাকেন। রোববার থেকে তাঁর সাড়া পাওয়া যাচ্ছে না। সোমবার তাঁর বাসার দরজায় অনেকবার ধাক্কা দিয়েও কোনো সাড়া মেলেনি।

আনোয়ার সাত্তার জানান, জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি খিলগাঁও থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বাসার দরজা ভেঙ্গে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

খিলগাঁও থানা-পুলিশ জানায়, স্ট্রোক করে জ্ঞান হারিয়ে ফেলেন ওই ব্যক্তি, এমনকি নড়াচড়ার ক্ষমতাও হারিয়ে ফেলেন। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অবসরপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী।