পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর হাতিরঝিলে রিকশা ছিনতাই করার সময় চাকুসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাতিরঝিল থানা-পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) ভোরের দিকে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা এলাকা থেকে আসামি মো. জীবন (২৫) ও মো. সোহাগ আকন্দকে (২৬) গ্রেপ্তার করা হয়।

হাতিরঝিল থানা-পুলিশ জানায়, সোমবার ভোরে মতিঝিল থেকে মগবাজার যাওয়ার কথা বলে ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের অটোরিকশা ভাড়া করেন আসামিরা। পথিমধ্যে তাঁরা রিকশাচালককে রামপুরায় যেতে বলেন। পশ্চিম রামপুরার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালের সামনে তাঁরা রিকশা থামাতে বলেন। রিকশা থামানোর পর জাহাঙ্গীরের পেটে ছুরি ধরে মোবাইল, টাকা ও রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

তখন রিকশাচালক চিৎকার করলে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে আসে। পুলিশ দেখে রিকশা রেখে পালানোর চেষ্টাকালে জীবন ও সোহাগকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় ছিনিয়ে নেওয়া মোবাইল, টাকা ও রিকশা। তাঁদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।