অভিনেত্রী রুবিনা আক্তার নিঝুমকে অপহরণের চেষ্টার ঘটনায় জড়িত উবারচালক রকিকে (৩১) বাড্ডা থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির রামপুরা থানা-পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রামপুরা থানা-পুলিশ জানায়, গত ২১ জানুয়ারি দুপুরে অভিনেত্রী রুবিনা আক্তার নিঝুম বনশ্রীর নিজ বাসা থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবারে গাড়ি ডাকেন। এরপর উবারচালক রকির গাড়িতে উঠেন তিনি। তবে রকি গাড়ি নিয়ে ধানমন্ডির দিকে না গিয়ে গুলশানের দিকে যেতে থাকেন। এ সময় রকিকে গুলশানের দিকে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে রকি ধমক দেন এবং চুপ থাকতে বলেন।
বিপদ টের পেয়ে নিঝুম চিৎকার করে সাহায্য চাইতে শুরু করেন। এতে রকি গাড়ির গতি আরও বাড়িয়ে দেন এবং তাঁকে ভয়ভীতি দেখাতে থাকেন। গাড়ি চলন্ত অবস্থায় কিছুক্ষণ পর নিঝুম গাড়ির একটি দরজা খুলে ফেলেন। এ সময় রকি গাড়ি থামাতে বাধ্য হন এবং নিঝুম গাড়ি থেকে বেরিয়ে আসেন।
নিঝুম গাড়ি থেকে নেমে আসার পর আশপাশের লোকজন গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে রকি দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় শনিবার (২৫ জানুয়ারি) রামপুরা থানায় মামলা করেন নিঝুম।
তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গাড়িচালক রকিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।