পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রামের লোহাগাড়া থানা-পুলিশের অভিযানে ৩২ হাজার ইয়াবা বড়ি ও মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দুই আসামি পালিয়ে গেছেন।

রোববার (২৬ জানুয়ারি) ভোরের দিকে লোহাগাড়া থানাধীন হাসেম পার্ক সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন কক্সবাজারের টেকনাফ থানা এলাকার মো. হাকিম উদ্দিন (২৩) ও খলিলুর রহমান (৩০)। পলাতক আসামিরা হলেন টেকনাফ থানা এলাকার মো. ফারুক (২৪) ও মো. হারুন (২৫)

লোহাগাড়া থানা-পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।